বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। দিনটি উদযাপনের লক্ষ্যে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি বর্ণিল আয়োজন হাতে নিয়েছে। সেই আয়োজনে অংশ নিতে ঢাকা সিটি করপোরেশনের উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণ নিয়ে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধিরা। মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা দিয়ে আমন্ত্রণ জানান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইলিয়াস কাঞ্চন। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির অন্যান্ন সদস্য ছাড়াও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনুর বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। এর আগে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাকে আমন্ত্রণ জানাতে গিয়ে ছিলাম। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গেও দেখা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমন্ত্রণ জানানো ছাড়াও চলচ্চিত্রের জন্য আমরা সবাই মিলেমিশে কীভাবে কাজ করতে পারি সেই আলোচনা হয়েছে মেয়র সাহেবের সঙ্গে। বর্তমানে আমাদের বিএফডিসিতে যাওয়ার যে রাস্তাটা সেটা নিয়েও কথা হয়েছে। শিগগির হয়তো কোনো উদ্যোগ দেখা যাবে।’