গুণী সঙ্গীত পরিচালক মেহেদীর সুর ও সঙ্গীতে একটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী দীপ। গানটির শিরোনাম ‘বসে আছি’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।
‘বসে আছি পূর্ণিমাতে/ ভুবন আমার থমকে আছে/ প্রাণে অনন্ত তৃষ্ণা নিয়ে/ আমার মাঝে যে গান বাজে/ রূপালি জোছনায় দাঁড়িয়ে/ এক বুক অবিনাশী হাহাকারে/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক।
গানটিতে গিটার বাজিয়েছেন পিকলু ও শাওন। অ্যাকুইস্টিক গিটারে ছিলেন তমাল। কীবোর্ড, গিটার আর ড্রামস প্রোগ্রামিং করেছেন মেহেদী।
‘বসে আছি’ গানটি ভিডিও আকারে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এতে পারফর্ম করেছেন শিল্পী দীপ, তার সঙ্গে আছেন একজন নারী মডেল।
গানটি নিয়ে দীপ বলেন, এ গানটি নব্বই দশকের ব্যান্ড মিউজিকের ছোঁয়ায় তৈরি করা হয়েছে। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন। এক মুহূর্তের জন্য হলেও পুরনো সেই স্বর্ণালী দিনের স্বাদ পাবেন বলে আমার বিশ্বাস।
Thanks for the coverage guys