নাসিম রুমি: অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্মোধন করলেন অভিনেত্রী মেহজাবীন। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবীন; মাত্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত; তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য অভিনেত্রী আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয় তার কাছ থেকেই।
শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই। সেই শিক্ষক এসেছিলেন মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে। মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছবিটির স্পেশাল প্রিমিয়ার। শোয়ের পর বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, তার শিষ্য ভালোই শুধু করেনি, খুব ভালো করেছে।
মেহজাবীন কথা বলার আগে বলেন, আমি আমার শিক্ষকের কাছ থেকে আজ জানতে চাই আমার কাজ কেমন লেগেছে। ভুল-ত্রুটি সম্পর্কেও জানতে চাই। মিমি মেহজাবীনকে জড়িয়ে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মেহজাবীন কখন এত বড় হয়ে গেল টেরই পাইনি। ‘প্রিয় মালতী’ সিনেমায় সে যে অভিনয় করেছে সেটা সবার হৃদয় ছুঁয়ে গেছে। কান্না চলে এসেছে। আমি অত্যন্ত খুশি ও গর্বিত মেহজাবীনকে নিয়ে। এরপর মেহজাবীন গুরু আফসানা মিমির পা ধরে সালাম করেন। পরে ফের মিমি মেহজাবীনকে বুকে জড়িয়ে নেন।
অভিনেত্রী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেয়ার জন্য। এ ছাড়াও ছবিটি এদিন দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মীর্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল প্রমুখ। ২০শে ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।