মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করে সিঁথি লিখেছেন, ‘পাঁচ মাস পর দেশে ফিরছি। জয়ী (সিঁথির মেয়ে) সবার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত।’
সিঁথির মেয়ের নাম সামারা জয়ী। অন্য সবার চেয়ে তার মা হওয়ার গল্পটা একটু আলাদা।
সেই ভয়কে জয় করে সিঁথি সাহা জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যাসন্তান। সেই সময়ের কথা স্মরণ করে সিঁথি জানিয়েছিলেন, ‘গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি নিশ্চিত হই, আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল।
কিন্তু বারবার মনে হতে লাগল, ক্যান্সারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে চাই এই সুন্দর পৃথিবীতে। মূলত সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা। কিন্তু যেহেতু আমার শরীর ভালো ছিল না, কঠিন চিকিৎসারে মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলোতে চোখ মেলাতে পারব কি না, সে বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলাম।
অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আমার আর কিছুই চাওয়ার নেই, হারাবার নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।’ তখন এ শিল্পী জানিয়েছিলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। গানেও নিয়মিত হতে পারেন তিনি।