English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

মৃত্যুর মুখ থেকে ফিরলেন অভিনেত্রী অঞ্জনা বসু

- Advertisements -

দীর্ঘদিন ধরেই অসুস্থতার জালে বন্দি হয়ে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু। অনেক দিন ধরেই একের পর এক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে সেটে ফিরলেন অভিনেত্রী। ‘পিলু’ ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে মণিমার চরিত্রে। এর আগে অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘কিশমিশ’ সিনেমায়। সেই সিনেমাতে দেবের মা হয়েছিলেন তিনি। এরপর ছোট পর্দাতেই দুটি ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিন্তু এর মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।

এ বছরের শুরুতেই কভিড আক্রান্ত হয়েছিলেন অঞ্জনা বসু। কভিডের কারণেই গৃহবন্দি ছিলেন অভিনেত্রী। প্রচণ্ড কাশিতে জর্জরিত ছিলেন। এর পরই একের পর এক রোগ ধরা পড়ে তার শরীরে।

অঞ্জনা বসু ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার দুবার কভিড হয়েছিল। দ্বিতীয়বার কভিডের সঙ্গেই হয় ডেঙ্গু। ফুসফুস, কিডনি, সবটাই নষ্ট হয়েছে। সুগার ছিল, সেটাও ধরা পড়েছে। তার মধ্যে আবার জরায়ুতে টিউমার হয়েছিল, সেটাও অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বাঁচার আশাই ছিল না। আবারও ফিরে এসেছি পুরনো জীবনে, সেটাই অনেক।’

তবে আনন্দের খবর যে সেই সমস্ত অসুস্থতাকে জয় করে সেটে ফিরেছেন অঞ্জনা। ইতিমধ্যে হয়ে গেছে লুক সেট। এখন অপেক্ষা শুটিং শুরুর। এই অসুস্থতার মাঝেই ‘দিলখুশ’-এর শুটিংও করেছেন তিনি। তবে অসুস্থতা বাড়তে থাকায় দুই ধারাবাহিক ‘পিলু’ ও ‘মন মানে না’ থেকে নিজেকে সরিয়ে আনেন অঞ্জনা। অভিনেত্রী জানান, জানুয়ারিতে তার কভিডের রিপোর্ট পজিটিভ আসে, শুরু হয় প্রবল কাশি। কিন্তু এরপর করোনা সেরে গেলেও সুগার ধরা পড়ে ও জরায়ুতে টিউমারও ধরা পড়ে। তবে অস্ত্রোপচারের পর আপাতত তিনি সুস্থ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন