যত দিন যাচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে। কিন্তু এখনও তার মৃত্যুশোক থেকে বেরোতে পারেননি তার অনুরাগীরা।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। যদিও অনুরাগীরা তা মানতে নারাজ। সুশান্তের মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে বলে অনেকেই দাবি করেছেন। সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর দিকেও অভিযোগের তির উঠেছে।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আাসায় জোর শোরগোল শুরু হয়েছে।
গত ৮ জুন কথা কাটাকাটি ও মনোমানিল্যের কারণে সুশান্ত সিং রাজপুতের বাড়ি ছেড়ে চলে যান রিয়া চক্রবর্তী। এমনটাই সব গণমাধ্যম থেকে সিবিআইকে জানিয়ে ছিলেন রিয়া। ৮ জুনের পর থেকে রিয়ার সঙ্গে সুশান্তের কোনো যোগাযোগ ছিল না বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
কিন্তু সুশান্তের মৃত্যুর আগে রিয়া চক্রবর্তী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। বর্তমানে যে ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে, ম্যাংগো কেক তৈরি করছেন রিয়া। সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদি একসঙ্গে সেই ভিডিও শেয়ার করেন। রিয়া এবং শ্রুতির ১২ জুনের ওই ভিডিও দেখে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
৮ জুনের পর যদি সুশান্তের সঙ্গে রিয়ার কোনও যোগাযোগ না থাকে, তাহলে ১২ জুন কীভাবে ওই ভিডিও প্রকাশ্য এল! সুশান্তের ফ্ল্যাটের মধ্যেই ম্যাংগো কেক হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। শ্রুতি মোদি এবং রিয়া চক্রবর্তীর ওই ভিডিও দেখে ফের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই মুম্বাইয়ের ডিআরডিও গেস্ট হাউজে রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী এবং মা সন্ধ্যা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। তবে রিয়াকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়নি। গত ৩ দিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার অভিনেত্রীর বাবা-মাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন