English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

মুখ খুললেন হৃতিক

- Advertisements -

নাসিম রুমি: কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনার বিচারের দাবিতে সরব হয়েছেন অনেক তারকা। এবার সেই তালিকায় যোগ দিলেন বলি অভিনেতা হৃতিক রোশনও। এক পোস্টে তিনি লিখেন, আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে আমরা সবাই সমানভাবে নিরাপদ বোধ করি। আমাদের ছেলে-মেয়েদের সঠিকভাবে মানুষ করলেই আশা করছি এই বদল আসবে। কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই।

নারীরা কি আদৌ নিরাপদ? বেশি রাত পর্যন্ত কাজ করার অর্থই কি এই ধরনের হিংসাকে আহ্বান জানানো? সত্যিই কি আমরা স্বাধীন? ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, একজন কর্মরত চিকিৎসক রাতে কাজ করছিলেন। তাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হলো। আমাদের সমাজে যে নিরাপত্তার অভাব রয়েছে, তা বুঝিয়ে দিলো এই মর্মান্তিক ঘটনা। আমরা কল্পনাও করতে পারবো না, তার পরিবার এই ঘটনা জানতে পেরে কতোটা যন্ত্রণা পেয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

যারা প্রশাসনে বা ক্ষমতায় রয়েছেন, তাদের প্রত্যেককে আমি এই ঘটনার বিরুদ্ধে দ্রুত সঠিক পদক্ষেপ নেয়ার অনুরোধ করবো। উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালি। অভিনেত্রীর সংসদ এলাকা বসিরহাটের অন্তর্গত ছিল সন্দেশখালি। জমি দখল থেকে শুরু করে নারীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছিল শাসকদলের ঘনিষ্ঠের বিরুদ্ধে। পরিস্থিতির জেরে সে সময় ১৪৪ ধারা জারি হয়েছিল। কিন্তু চুপ ছিলেন অভিনেতা। এবার আর চুপ থাকতে পারেননি। প্রতিবাদে শামিল হয়েছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন