সরকারবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে গ্রেফতারের শিকার হওয়া অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে মুক্তি দিয়েছে ইরান কর্তৃপক্ষ।
কারাগার থেকে মুক্তির পর ওই অভিনেত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয় তার সহকর্মী ও বন্ধুরা।
উস্কানিমূলক কন্টেন্ট শেয়ার করার অভিযোগে আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মূলত হিজাব ছাড়া ছবি পোস্ট করেছিলেন।
ঠিকমতো হিজাব না পড়ার অপরাধে আটকের পর ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যু হয়। এই ঘটনায় গোটা ইরানজুড়েই সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সেই বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন চালানোর অভিযোগ ওঠে। ইরানের নানা অঙ্গনের অনেকেই আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছিল।