নাসিমরুমি: গত বছর একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে ঘোষণার পর ১০০টি নির্মাণ করতে না পারলেও প্রায় ৩০টি সিনেমার কাজ শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
এর মধ্যে বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। সে তালিকায় রয়েছে ‘লাইভ’, ‘বিক্ষোভ’, ‘মাফিয়া’ (প্রথম কিস্তি) ও ‘পরাণে পরাণ বাঁধিয়া’ সহ বেশকিছু সিনেমা। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের মামলায় শাপলা মিডিয়ার কর্ণধার ও চাঁদপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খান গ্রেপ্তর হন এবং এখন রয়েছেন কারাগারে। যে কারণে বর্তমানে বন্ধ রয়েছে শাপলা মিডিয়ার সব সিনেমার মুক্তি ও শুটিং প্রক্রিয়া।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হয়নি শাপলা মিডিয়া। তবে প্রতিষ্ঠানটির পিআরে যুক্ত এক দায়িত্বশীল কর্মকর্তা জানায়, শাপলা মিডিয়ার প্রায় ১৫টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
এর মধ্যে রয়েছেন ‘নূর’, ‘প্রিয়া রে’, ‘কমান্ডো’, ‘গ্যাংস্টার’, ‘মানব দানব’, ‘কুস্তীগির’, ‘নরসুন্দরী’ ও ‘মাফিয়া’র ৭টি সিক্যুয়েল। এ ছাড়া অন্তত ৫ ছবির শুটিং স্থগিত রয়েছে। শাপলা মিডিয়া সূত্রে জানা যায়, আগামী বছরের মাঝামাঝি সময় থেকে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো মুক্তি দেওয়া শুরু হতে পারে। তবে আপাতত প্রতিষ্ঠানটির কোনো সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।