মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ‘রেড নোটিশ’। ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে ছবিটি। অধিকাংশ দেশেই নেটফ্লিক্সের শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে ‘রেড নোটিশ’। ১২ নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছে।
ছবির গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনোল্ডস, দিওয়ানে জনসন ও গ্যাল গ্যাডট। অতিথি চরিত্রে দেখা যাবে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এড শিরানকে। রেনোল্ডস জানিয়েছেন, নেটফ্লিক্সে উদ্বোধনী দিনে রেকর্ড গড়েছে ‘রেড নোটিশ’।
ছবিতে এফবিআই কর্মকর্তা জন হার্টলির চরিত্রে অভিনয় করেছেন জনসন। শিল্পকর্ম চোর নোলান বুথ ও দ্য বিশপের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে রায়ান রেনোল্ডস ও গ্যাল গ্যাডট। মোস্ট ওয়ান্টেড বিশপকে ধরতে নোলানের সঙ্গে জোট বাঁধেন জন হার্টলি। এরপরও তাদের নাস্তানাবুদ হতে হয় বিশপের কাছে। বিশপকে ধরতে গিয়ে নানা হাস্যকর ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে ছবির কাহিনী।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন