নাসিম রুমি: মুক্তির এখনও দুই মাস বাকি। তার আগেই কোটি টাকা আয় করল শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’। জওয়ানের একটি টিজার প্রকাশের গুঞ্জনের মধ্যেই শোনা যাচ্ছে, নির্মাতারা এই সিনেমার গানের স্বত্ব থেকেই আনুমানিক ৩৬ কোটি রুপি আয় করেছেন।
‘জওয়ান’ সিনেমার গানের সমস্ত স্বত্ব প্রায় ৩৬ কোটি টাকায় কিনে নিয়েছে টি-সিরিজ, যা এর আগে অন্য কোনও সিনেমার ক্ষেত্রে হয়েছে কিনা, সন্দেহ রয়েছে।
এদিকে জন্মাষ্টমীর ছুটির কথা মাথায় রেখেই শাহরুখ ‘জওয়ান’-এর নতুন মুক্তির তারিখ বেছেছেন ৭ সেপ্টেম্বর। পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হলিউডের কোনো বড় রিলিজ নেই। ‘জওয়ান’ যদি ৭ সেপ্টেম্বর মুক্তি পায়, তাহলে পরের প্রায় তিন সপ্তাহ কোনো বিগ বাজেটের সিনেমা নেই। শুধু ২৮ সেপ্টেম্বর প্রভাসের ‘সালার’ মুক্তি পাওয়ার কথা। অর্থাৎ গোটা একটা মাস নিজের সিনেমার জন্য পেয়ে যাবেন বলিউড বাদশাহ।
জওয়ান সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এছাড়াও আরো অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপাথি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। ৭ সেপ্টেম্বর পর্দায় ঝড় তুলবে সিনেমাটি।