নাসিম রুমি: হিমেশ রেশমিয়া অভিনীত এবং প্রযোজিত আসন্ন ছবি ‘ব্যাডাস রবি কুমার’ সিনেমাটির ট্রেলার আজ প্রকাশিত হবে এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। সিনেমাটি মুক্তির পূর্বেই ২০ কোটি রুপি বাজেট পুনরুদ্ধার করে নিয়েছে। এর অর্থনৈতিক সাফল্য অর্জনের পেছনে রয়েছে সৃজনশীল আর্থিক কৌশল।
সিনেমাটির সংগীত স্বত্ব বিক্রয় এবং ওমান থেকে প্রাপ্ত ভর্তুকি থেকেই পুরো বাজেট পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সংগীত স্বত্ব থেকে ১৬ কোটি রুপি এবং ওমানের শুটিং লোকেশনের জন্য আরও ৪ কোটি রুপি ভর্তুকি হিসেবে এসেছে। এর ফলে, থিয়েট্রিকাল, ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব থেকে অর্জিত আয় সম্পূর্ণ লাভ হিসেবে গণ্য হবে।
‘ব্যাডাস রবি কুমার’ সিনেমাটি ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এবং ফিরোজ খান ও রাজীব রাইয়ের মতো ক্লাসিক পরিচালকদের স্টাইলকে সম্মান জানায়। সিনেমাটির নির্মাণে কোনও অতিরিক্ত খরচ বা অপচয় ছাড়াই এক বছরেরও বেশি সময় ধরে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে।
হিমেশ রেশমিয়া, যিনি সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন, তিনিই ছবির সংগীত পরিচালনা ও গায়ক হিসেবেও কাজ করেছেন। উল্লেখযোগ্যভাবে, তিনি তার স্বাভাবিক পারিশ্রমিক ছেড়ে লাভের অংশীদারিত্ব বেছে নিয়েছেন। সিনেমাটিতে তার সংগীত লেবেল ‘হিমেশ রেশমিয়া মেলোডিজ’ এর অধীনে ১৬টি গান অন্তর্ভুক্ত রয়েছে, যা এর বাণিজ্যিক আকর্ষণ বৃদ্ধি করেছে।
এ প্রসঙ্গে হিমেশ রেশমিয়া বলেন, ‘আমি এই সিনেমাতে লাভের অংশীদারিত্বের চুক্তিতে আছি এবং আমার গানের জন্য কোনো পারিশ্রমিক নিইনি। আমাদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এই সিনেমাটিকে খুবই সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করেছি যাতে কোনো অপচয় না হয় এবং এটি একটি বড় প্রজেক্ট হিসেবে দেখায়। ওমানের ভর্তুকি এবং ১৬টি অসাধারণ গানের জন্য আমরা বাজেট পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমরা ডিজিটাল, স্যাটেলাইট ও থিয়েট্রিকাল স্বত্ব থেকে ভালো লাভের আশা করছি’।