ঝমকালো আয়োজনে আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন বলেছেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। এ এক অসাধারণ অনুভূতি।’
তিনি আরও বলেন, ‘আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনটা সচক্ষে দেখতে পারছে। যারা সামনাসামনি দেখছি, টিভিতে দেখছি বা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে দেখছি; এটা সবার জন্য একটা অসাধারণ অনুভূতি, একটা গর্বের বিষয়।’
শাওন বলেন, ’জাতিগতভাবে আমরা যে হার না মানা জাতি, আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি, কেউ চাইলেই যে আমাদের অধিকার খর্ব করতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আমরা সেটা আরও একবার প্রমাণ করতে পারলাম। এটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের সবার জন্য।’