নাসিম রুমি: ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি সম্প্রতি জানিয়েছেন, জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে তিনি ভালোবাসেন।
শুক্রবার (১ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে পরীমণি তার এ ভালোবাসার কথা তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান। ওই স্ট্যাটাসে কেন অভিনেতা মিলনকে ভালোবাসেন তার ব্যাখ্যাও দিয়েছেন এ চিত্রনায়িকা।
সময়ের আড্ডায় অংশ নেয়া মিলনের একটি ভিডিও পরী তার ফেসবুকে শেয়ার করেন আজ। ওই ভিডিওতে মিলনকে প্রশ্ন করা হয়, প্রয়াত স্ত্রীর সঙ্গে জীবনে এমন কোনো কাজ রয়ে গেছে কিনা যা তিনি করতে পারেননি বা করতে পারলে ভালো হত?
এমন প্রশ্নে মিলন এক অসাধারণ আবেগী উত্তর দিয়েছিলেন। মিলন বলেছিলেন, আমার রিয়েলাইজেশনে বলে মানুষ যতদিন বেঁচে আছে তার সঙ্গে শুধু কথা বল। জীবনসঙ্গীর সঙ্গেও কথা বল। কারণে মরে গেলে শেষ। তুমি আর তার সঙ্গে কথা বলতে পারবা না। তাই ঝগড়া করলেও কথা বল। অভিমান করলেও কথা বল। প্রেম করলেও কথা বল। যেই না চলে যাবে মানুষটা এরপরে তুমি যতই ভাববে কালকে কথা বলব ওইটা আর হবে না।
মিলনের এ ভিডিও শেয়ার করে আবেগী পরী ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন-
মিলন আমি আপনাকে ভালোবাসি…..🙏
কি সুন্দর সহজ করে বলেন আপনি !
সত্যি জীবন নিজের মতো সুন্দর । ❤️