টালিউড তারকা অঙ্কুশ হাজরা তার এবারের সিনেমার নাম প্রকাশের পর থেকেই তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু সব বাধা পেরিয়ে বৃহস্পতিবার (২৯ মে) প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করেছে তার প্রযোজিত সিনেমা ‘মির্জা’। এমন বিশেষ দিনে অভিনেতা গণমাধ্যমকে মনের কথা জানিয়েছেন।
শুরু থেকেই অঙ্কুশ জানিয়েছিলেন, ‘মির্জা’র মাধ্যমে তিনি বাংলা বাণিজ্যিক সিনেমাকে মূলস্রোতে ফিরিয়ে আনতে চান। এতে কতটা সফল হলেন তিনি- এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, “আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে আপ্লুত। কিন্তু জানি, গত ১২ বছরে বাণিজ্যিক সিনেমার দর্শক পাল্টে গেছে। কিন্তু দর্শক যে এ ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, ‘মির্জা’ তার প্রমাণ।”
‘মির্জা’র ৫০ দিনে শোয়ের সংখ্যা কমেছে। সেখানে এ মুহূর্তে সিনেমার পরিস্থিতি কী রকম? অঙ্কুশ এ প্রসঙ্গে জানালেন নন্দন ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি হলে ‘মির্জা’ চলছে। অভিনেতার কথায়, ‘‘চতুর্থ ও পঞ্চম সপ্তাহে খুব ভালো ব্যবসা করেছে। নন্দনে এখনো শো শুরু হওয়ার আগে ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।”
জুন মাস থেকে বক্স অফিসে বাংলা সিনেমার সংখ্যা বাড়বে। এরপর সিনেমার ভবিষ্যৎ কীভাবে দেখছেন অঙ্কুশ? অভিনেতা বললেন, ‘‘নিজের যোগ্যতায় সিনেমাটি ৫০ দিন সম্পূর্ণ করেছে। জোর করে চালাইনি। দেখা যাক আমরা ৭৫ দিন বা ১০০ দিন পূর্ণ করতে পারি কি না’। তার কথায় সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।