English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

মিমকে দেখতে টাঙ্গাইলে ভিড়

- Advertisements -

বিদ্যা সিনহা মিম গিয়েছেন টাঙ্গাইলে। নায়িকাকে এক নজর দেখতে জমে গেল ভিড়। হঠাৎ করেই টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে মঙ্গলবার মিমকে দেখা গেল। ভক্তদের ভালোবাসায় সিক্ত মিম, ভক্তদেরও নিরাশ করেননি; প্রকাশ্যেই গেয়ে শোনালেন গান।

হাজার হাজার দর্শকদের মাঝে মিমকে নিয়ে যখন উন্মাদনা চলছে তখন নায়িকা মাইক্রোফোন হাতে নিয়ে পরাণ সিনেমার একটি গান গাইতে শুরু করেন। মিমের কণ্ঠের সঙ্গে তখন যুক্ত হয়েছে শত সহস্র কণ্ঠ।

এরপর চারদিক থেকে কল্লোল ওঠে। মিম ফের গাইতে শুরু করেন, ‘কী যাদু করেছ বলো না, ঘরে আর থাকা তো গেল না…’ এই সুরের সঙ্গে কিছুতেই দর্শকদের দমিয়ে রাখা যায়নি, সুরের ঢেউ তখন ধ্বনি প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ছে ভিক্টোরিয়া রোড হয়ে শহরময়…

মঙ্গলবার দুপুরে বিদ্যা সিনহা মিমের সঙ্গে যখন কথা হয় তখনও তিনি অনুষ্ঠানে। জানালেন এখনও তিনি অনুষ্ঠানে।  মিম বললেন, ‘আমি টাঙ্গাইলে লাক্সের আয়োজনে একটি অনুষ্ঠানে এসেছি। এখানে এসেছি, এখানে এসে আমি রীতিমতো মুগ্ধ। টাঙ্গাইলের মানুষ আমাকে এতোটা আপন ভাবে না না এলে টের পেতাম না। ’

মিম অবশ্য রথ দেখার সঙ্গে সঙ্গে কলা বিক্রির কাজটাও সেরে ফেললেন মানে নিজের চলচ্চিত্র দামালের প্রচারও করে নিলেন। টাঙ্গাইলের হাজার দর্শক কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বললো ‘দামাল। ’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন