মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে বলিউডে পা দিয়েছেন আর তাকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী অনেক আগেই বলিউডে পা দিয়েছেন। এবার পালা মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তীর।
নমশি চক্রবর্তী ‘ব্যাড বয়’নামক সিনেমায় অভিনয় করছেন। সিনেমার পরিচালক রাজকুমার সন্তোষী। করোনাকালে অর্থাৎ ২০২০ সালে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। পোষ্টারও বের হয়েছিল। তবে নানা কারণে মুক্তি আটকে যায়।
অপেক্ষার পালা শেষে আগামী মাসেই মুক্তি পাচ্ছে এই সিনেমা। তাই নমশির প্রথম সিনেমা রিলিজের আগে গানের ভিডিও শেয়ার করে তাকে শুভেচ্ছা জানালেন বিগ বি। বিগ বির কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত মিঠুনের ছোট ছেলে নমশিও।
বাবা মিঠুনের মতো বলিউডের সুপারস্টার হতে পারেন কিনা নমশি তারই অপেক্ষায় সবাই।