এটিএন বাংলায় (২০ জানুয়ারি) রাত ১০.৫০ মিনিটে প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।
সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মৌসুমী মৌ। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান।
গানের ফাঁকে ফাঁকে সঞ্চালক অতিথির সাথে আলাপচারিতায় অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে শিল্পীর সঙ্গীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর স্বৃষ্টির নেপথ্যের কথা।