মা হয়েছেন হিন্দি টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। আজ বুধবার (২১ জুন) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বিয়ের পাঁচ বছর পর অভিনেতা শোয়েব ইব্রাহিম এবং দীপিকার সংসারে নতুন সদস্যের আগমন হলো।
চিকিৎসকরা বলেছিলেন—চলতি বছরের জুলাইয়ে সন্তান জন্ম নেবে অভিনেত্রী দীপিকার।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী অভিনেতা শোয়েব ইনস্টাগ্রামে ছেলে সন্তান হওয়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ২১ জুন ভোরে আমাদের কোল আলোকিত করে পুত্রসন্তান এসেছে।
২০১৮ সালে সহ-অভিনেতা শোয়েবকে বিয়ে করেন অভিনেত্রী দীপিকা। এটি তার দ্বিতীয় বিয়ে।
অভিনেত্রী দীপিকা এখন পুরোপুরি অভিনয়কে বিদায় জানাচ্ছেন না। কিছুটা বিরতি নিয়ে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন। ‘শশুরাল সিমর কি’ ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, সাক্ষাৎকারে বলা তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।