মা হলেন অভিনেত্রী সিফাত-ই তাহসিন। ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই লাক্সতারকা। মেয়ের নাম রেখেছেন নোরাইজা আত্রেয়ী নিজামী।
হাসপাতালে তার সঙ্গে আছেন স্বামী তানভীর জাভেদ। তিনি জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। ২০১৮ সালে করপোরেট কর্মকর্তা তানভীর জাভেদের সঙ্গে বিয়ে হয় তাহসিনের। বাচ্চা হওয়ার আগে গত মাসে আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন তারা।
সেসময় তাহসিন বলেন, ‘আমরা ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র এসেছি। চিকিৎসকরা ডিসেম্বরে কন্যাসন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা বলেছেন।’
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পরিচিত পান সিফাত-ই তাহসিন। এরপর নিয়মিত কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। ২০১৮ সালে বিয়ে করেন তানভীর ও তাহসিন। এরপর মিডিয়াতে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।
তাহসিন সর্বশেষ অভিনয় করেছেন চলতি বছরের মাঝামাঝি সময়ে। এর নাম ছিল ‘ভাইরাল মাসুদ’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন