বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দৃশ্যম’। গেল নভেম্বরেই মুক্তি পেয়েছে এর দ্বিতীয় পর্ব। আর এই সিনেমায় অজয়ের মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ঈশিতা দত্ত। তবে অভিনয়ে নজর কাড়লেও, বলি ইন্ডাস্ট্রির গ্ল্যামারের চাকচিক্য থেকে নিজেকে দূরেই রেখেছেন অভিনেত্রী তুনশ্রী দত্তের বোন ঈশিতা। নতুন খবর হচ্ছে, মা হতে চলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেররায় স্পষ্ট ধরা পড়েছে ঈশিতার বেবিবাম্প। এর আগেও তার অন্তঃসত্ত্বার খবর রটেছিল। কিন্তু সে সময়ে খবরটি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিলেন তিনি। তবে অভিনেত্রীর মা হওয়ার খবরে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।
২০১৬ সালে ‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’ নামের একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করার সময় বৎসল শেঠের সঙ্গে পরিচয় হয় ঈশিতার। খুব অল্প সময়ের মধ্যে বৎসলের প্রেমে পড়েন তিনি। তার পর পরে ২০১৭ সালে মুম্বাইয়ের জুহুর ইস্কনের মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন ঈশিতা-বৎসল। তাদের বিয়েতে অভিনেত্রীর বলিপাড়ার গুটিকতক তারকা উপস্থিত থাকলেো ছিলেন তার নিজের ঈশিতার নিজের বোন তনুশ্রীই।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন ঈশিতা। তবে ২০১৫ সালে ‘দৃশ্যম’ সিনেমায় অভিনয়ের পর ক্যারিয়ারের মোড় বদলে যায় ঈশিতার। অজয় দেবগন, তব্বুর মতো তারকাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পান তিনি। ২০২২ সালে ‘দৃশ্যম’ এর দ্বিতীয় পর্ব মুক্তির পর ফের শিরোনামে আসেন তিনি।