English

21 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

মা হচ্ছেন স্বাগতা, বেবি বাম্পের ছবি প্রকাশ

- Advertisements -

নাসিম রুমি: বিয়ের এক বছরের মাথায় সুখবর দিলেন জিনাত সানু স্বাগতা। মা হতে চলেছেন এই অভিনেত্রী-সংগীতশিল্পী। বুধবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুকে স্বামী হাসান আজাদের সঙ্গে বেবি বাম্পের কিছু ছবি পোস্ট করে মা হওয়ার খবর নিশ্চিত করেছেন এই তারকা। সেখানে তার অনুরাগীরা শুভেচ্ছায় সিক্ত করছেন স্বাগতাকে।

এর আগে গত জানুয়ারিতে জিনাত সানু স্বাগতা ও হাসান আজাদের বিয়ের এক বছর পূর্ণ হয়। তখন রাজধানীর একটি কনভেনশন হলে বসেছিল তাদের বিবাহবার্ষিকীর আয়োজন। সেখানেই জানা আলোচনায় আসে স্বাগতার মা হওয়ার খবর।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক অতিথি জানান, স্বাগতা সন্তানসম্ভবা। শিগগিরই মা-বাবা হতে চলেছে এই নবদম্পতি। অবশেষে নিজেই বেবি বাম্পের ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করলেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।

হাসান আজাদ সংগীত জগতের সঙ্গেই জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন