English

25 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

মায়ের জন্য ‘বয়ফ্রেন্ড’ খুঁজছেন মেয়ে!

- Advertisements -

গেল ৭ আগস্ট হলিউড তারকা শার্লিজ থেরনে ৪৫তম জন্মদিন পালন করেন। শার্লিজের দত্তক নেওয়া দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে এই আগস্টে মাকে ‘বয়ফ্রেন্ড’ উপহার দিতে চেয়েছে। তবে মায়ের জন্য ঠিকঠাক ‘বয়ফ্রেন্ড’ খুঁজে পাওয়া না যাওয়ায় উপহার দিতে পারেনি। অস্কারজয়ী এই অভিনেত্রীর গেল পাঁচ বছর ধরে রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’।
হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী তারকাদের একজন থেরনের প্রথম প্রেমিক সংগীত তারকা স্টেফান জেনকিনস। তিন বছর পর ২০০১ সালে অক্টোবরে সম্পর্ক ভেঙে যায়। এরপর আইরিশ অভিনেতা স্টুয়ার্ট টাউনসেন্ডের সঙ্গে প্রেমটা ২০০২ সালে শুরু হয়ে প্রায় ৮ বছর তারা এক সঙ্গে থাকেন। তার তৃতীয় প্রেমিক শেন পেন। ২০১৫ সালের জুন মাসে বিচ্ছেদের পর এতদিন থেকে তিনি আর নতুন করে কারও সাথে জড়াননি।
প্রথমবার অনলাইনে জন্মদিন পালন করেন এই তারকা। উচ্ছ্বাস প্রকাশ করে থেরন বলেন, ‘২০২০ সালটা আমাদের জন্য রক্তক্ষরণের একটা সাল। এরমধ্যে আমার জন্মদিন পালন করলাম। সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমাকে শুভেচ্ছা দিয়েছেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন