শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মা মনোয়ারা বেগমও একজন সংগীতশিল্পী ছিলেন। মায়ের গাওয়া ‘কোঁকড়া কোঁকড়া চুল’ গানটি নতুন করে কণ্ঠে তুললেন এই শিল্পী। এর সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।
বাংলাদেশ বেতারের ‘দূর্বার’ অনুষ্ঠানে নিয়মিত গাইতেন ডলি সায়ন্তনীর মা। ওই সময়ে মনোয়ারা বেগমের গাওয়া ‘কোঁকড়া কোঁকড়া চুল’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। পরে পেশাদার সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরুর পর ডলি সায়ন্তনী এই গান নতুন সংগীতায়োজনে গাওয়ার পর শ্রোতাদের প্রশংসা পেয়েছিলেন। আবারো সেই গানটি নতুন সংগীতায়োজনে গাইলেন এই শিল্পী।
ডলি সায়ন্তনী বলেন—‘ছোটবেলা থেকেই মায়ের কণ্ঠে এই গান বহুবার শুনেছি। মায়ের এই গানের প্রতি আমার বিশেষ একটা ভালো লাগা আছে। গানটি গাইলেই মনে হয় মা যেন পাশেই আছেন। তাই আমার ভক্ত শ্রোতাদের জন্য আবারো নতুন করে গাইলাম।’
খুব শিগগির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ডলির গাওয়া গানটি। এছাড়া আরো কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছেন ডলি। এসব গান মুক্তির অপেক্ষায় রয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন