English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

মাহির ওপর ক্ষেপেছেন প্রযোজক জেনিফার

- Advertisements -

দীর্ঘ বিরতির পর চিত্রনায়িকা মাহিয়া মাহির সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।  সিনেমার নাম  ‘আশীর্বাদ’।  এর পরিচালনায় রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি এতোটাই ক্ষুব্ধ হয়েছেন যে সিনেমার সংবাদ সম্মেলনেও মাহি-রোশানকে ডাকেননি।

নায়ক-নায়িকা ছাড়াই সিনেমা মুক্তির ঘোষণা দেন ও দোয়া চান।

মাহি-রোশানকে কেন সংবাদ সম্মেলনে ডাকা হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নে প্রযোজক জেনিফার বলেন, ‘আমি এই কনফারেন্স করেছি আমার সিনেমার প্রচারের জন্য। নায়ক-নায়িকার প্রচারণার জন্য আমি রাস্তায় নামিনি। এটা আমাদের অনুদানের সিনেমা। এটা আমার প্রথম সিনেমা, সংবাদ সম্মেলন করছি মূলত পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এখানে মাহি বা রোশানের প্রচারণা করতে আসিনি।’

কথার এক পর্যায়ে এ মাহির ওপর এ প্রযোজকের ক্ষোভ প্রকাশ পায়।

জেনিফার বলেন, ‘নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই।’

কি শেয়ার দেননি মাহি-রোশান? জানা গেছে,  মুক্তির তারিখ ঘোষণা করা হলেও মাহি ও রোশানের কেউই নিজেদের ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না। এ নিয়ে কোনো প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকছেন তারা দুজনেই।

কেন এমনটি করছেন মাহি তা জানা যায়নি।  কারণ, বিয়ে করে সংসারী হওয়ার পর সিনেমা থেকে অনেক দূরে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।  স্বামী-সংসার নিয়েই যত ব্যস্ততা তার।  তাকে তেমন একটা পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, বিয়ের আগে কাজ করা মাহির একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি হলো ‘আশীর্বাদ’।  এছাড়া ‘যাও পাখি বলো তারে’ শিরোনামে মাহি অভিনীত একটি সিনেমা আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।  সেই সিনেমার পরিচালনায়ও রয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন