মাত্র ৪১ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় মালায়লাম অভিনেত্রী সুবি সুরেশ। অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। স্টেজেও সরব ছিলেন সুবি।
তিনি বেশ কিছুদিন ধরে লিভার-জনিত সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল।
মিমিক্রি আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিল সুবি। এরপর ধীরে ধীরে তিনি পরিচিতি পেতে থাকেন। অল্প সময়ের মধ্যেই স্টেজ পারফর্মার হিসেবে বেশ জনপ্রিয়তা পান। এরপর বেশকিছু টিভি সিরিজেও কাজ করেন সুবি।
বেশ কয়েকটি টিভি চ্যানেলে উপস্থাপনা করেও বেশ সাড়া ফেলেন এই অভিনেত্রী।
২০০৬ সালে সিনেমা জগতে পা রাখেন সুবি। একে একে ২০টি সিনেমাতে অভিনয় করেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বলেছেন, সুবি থাকবেন মানুষের হৃদয়ে।