English

30 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

মারা গেছেন চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন

- Advertisements -

নাসিম রুমি: মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী এ নির্মাতা মারা যান। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী গণমাধ্যমকে এ নির্মাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুণী নির্মাতা।

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন অঞ্জন। প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সরকারি অনুদানে সর্বশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন হলেও নিজের অসুস্থতার কারণে সিনেমাটির মুক্তি আটকে ছিলো। পরিকল্পনা ছিলো বেঙ্গালুরু থেকে এই যাত্রায় ফিরে সিনেমাটি মুক্তির উদ্যোগ নেবেন। তার আগেই মরণ নামক অমাবস্যা বরণ করতে হলো বাংলা চলচ্চিত্রের এই চাঁদকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন