মারা গেছেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের মা আনোয়ারা বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আনোয়ারা বেগম জনপ্রিয় মোশাররফ করিমের শাশুড়ি।
জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে রবিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোশাররফ করিমের ভাগ্নে চলচ্চিত্র পরিচালক মুরসালিন শুভ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার দিনগত রাত ৮টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ভাটারা গ্রামে খান বাড়িতে আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।