English

23 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

মারা গেছেন অভিনেতা নাট্যকার কায়েস চৌধুরী

- Advertisements -

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন। আজ সন্ধ্যা ৭টা ৩০মিনিটে তাঁর নিজ বাসভবনে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম বলেন, কিডনি জটিলতায় ভোগছিলেন তিনি। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান। এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি। তাঁর জানাজা ও দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আহসান হাবিব নাসিম।

দীর্ঘদিন ধরেই অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা ও নাট্যকার হিসেবেও অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। কায়েস চৌধুরী কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া অসংখ্য নাটক নির্মাণও করেছেন। তাকে দেখা গেছে ‘কৃষ্ণপক্ষ’, ‘পদ্মাপুরাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন