English

24 C
Dhaka
বুধবার, মার্চ ৫, ২০২৫
- Advertisement -

মামুন ও সুস্মিতার ‘হাংকি পাংকি’

- Advertisements -

কণ্ঠশিল্পী আকরাম খানের ‘হাংকি পাংকি’ গানের মিউজিক ভিডিওতে মূল চরিত্রে অভিনয় করেছেন মডেল মামুন খান। ভিডিওটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা সিনহা। আরও আছেন সীমান্ত আহমেদ ও মুকুল জামিল। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম রবি, সুর করেছেন আকরাম খান। সঙ্গীতায়োজন করেছেন দ্বীন ইসলাম শাহরুখ।

ফিল্মি ধাঁচের এই গানের চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বি এম সাইফুল। কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান। গাজীপুরের পুবাইলের ‘আপন ভুবন’ ও বেশ কিছু মনোরম লোকেশনে ভিডিওচিত্র ধারণ করা হয়েছে।

মামুন বলেন, কণ্ঠশিল্পী আকরাম খানের ‘হাংকি পাংকি’ শিরোনামের গানটি ছিল খুবই ভালো। রবিউল ইসলাম রবির কথার এই গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে বি এম সাইফুল ভাই। প্রিন্স খানের কোরিওগ্রাফি ছিল আরও অসাধারণ। তারওপর সুস্মিতা সিনহার সঙ্গে আমার প্রথম কাজ, তাই আমি গানটি নিয়ে খুবই আশাবাদী।

কণ্ঠশিল্পী আকরাম খান বলেন, ‘হাংকি পাংকি’ দারুণ একটা কনসেপ্ট। মামুন মাল্টিমাডিয়ার সঙ্গে আমার এই যে কাজ এটা সম্পূর্ণ আমার কাছে নতুন একটা ব্যাপার। ওরা দারুণ একটা চেষ্টা করেছে। সব মিলিয়ে সুন্দর একটা কাজ হয়েছে।

জানা গেছে, গানটি মামুন মাল্টিমাডিয়া লাইভ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন