English

33.2 C
Dhaka
শনিবার, মার্চ ১, ২০২৫
- Advertisement -

মানুষ ভাবে নায়িকাদের অনেক প্রপোজাল আসে: দীঘি

- Advertisements -

নাসিম রুমি: শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজের বাইরে নানা সময়ে প্রেমের গুঞ্জনও শোনা গেছে তাকে নিয়ে। তবে সম্প্রতি বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে কথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে দীঘি বলেন, আমার জীবনে তেমন কেউ সেভাবে আসেনি। সাধারণত নায়িকাদের যেভাবে আসে, ওইভাবে আসেনি। এ নিয়ে যদিও আমার কোনো প্রত্যাশা ছিল না। তবে সাধারণ মানুষ ভাবে, নায়িকাদের অনেক প্রপোজাল আসে। কিন্তু আমার সেভাবে আসেনি। অভিনেত্রী বলেন, জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া আছে। তবে আমি আমার চোখে একজন সুপুরুষ বা আমার আইডল হিসেবে আমার বাবাকে মনে করি। তাকে দেখলে আমার যে রকম লাগে, তখন মনে হয় যে আমার জীবনে এ রকম একজন ছেলে চাই।

বাবা-মায়ের পরিচিতি বহন প্রসঙ্গে দীঘি বলেন, আমার নিজের একটা পরিচিতি আছে তো বটেই। মানুষ আমাকে দীঘি নামে চেনে ঠিকই। তবে আমি এর চেয়ে আমার বাবা-মায়ের পরিচিতি বহন করতে বেশি পছন্দ করি। মানুষ যখন বলে আমি নায়িকা দোয়েল এবং নায়ক সুব্রত’র মেয়ে, তাতে আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি, গর্ববোধ করি। ঈদের সিনেমা প্রসঙ্গে দীঘি বলেন, ঈদে অনেক সিনেমা আসছে। সবই দেখার চেষ্টা করবো এবং তালিকার মধ্যে আমার ‘জংলি’ সিনেমাটা রাখবো। এ সিনেমার প্রধান চরিত্রে দীঘির সঙ্গে অভিনয় করেছেন- সিয়াম আহমেদ, বুবলী প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন