নাসিম রুমি: ‘লাভ ক্ষতির হিসেব করে সিনেমা করি না। মানুষকে আনন্দ দেয়ার জন্য করি। হয়তো এভাবে আনন্দ দিয়ে চার-পাঁচ বছর পর সরে যাবো। যতদিন ভালোলাগে ততদিন থাকবো। তবে কাউকে পার্সোনাল আক্রমণ করা ঠিক না।’ বলছিলেন চিত্রনায়িকা বর্ষা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে আয়োজিত ‘ডিনার উইথ অনন্ত এবং বর্ষা’ অনুষ্ঠানে অনন্ত ও বর্ষা তাদের দিন দ্য ডে ও সিনেমার সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন।
এ সময় বর্ষা আরও বলেন, ‘সবসময়ই আমরা বলি ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আর অন্য যেকোনো আর্টিস্টদের অবস্থান কিন্তু একরকম না। কারণ হিসেবে যদি বলে, আমরা নিজেরাই অর্থলগ্নি করি। নিজেরাই নিজেদের প্রোডাকশনে কাজ করি। ইচ্ছা করলে একসঙ্গে ৫টা সিনেমায় লগ্নি করতে পারব।’
কথা প্রসঙ্গে এই তারকা হলে দর্শক ফেরাতে ‘দিন দ্য ডে’র ভূমিকার কথা ইঙ্গিত করে বলেন, ‘বাংলা ছবি দেখার যে হিড়িক লেগেছে, সেটা নিজের মুখে বলবো না। এটার কারণ আপনারাই বলেন। এটা শুনতে আমাদের ভালো লাগে।’
তিনি বলেন, ‘যে কোনো ছবি দিয়ে যদি সিনেমা হলে দর্শক ফেরানো যায়, এটার একটা জোয়ার থাকে। এবং এই জোয়ারটা ধরে রাখার জন্য পরবর্তীতে আবারও ভালো ছবি বানানোর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’