জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বল তারে’ সিনেমার টাইটেল সং-এ কন্ঠ দিলেন গত বছর ফোক গানে দেশসেরা শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড প্রাপ্ত সায়েরা রেজা। রোমান্টিক ধাঁচের ফোক গানের ডুয়েটে তাঁর সাথে প্লেব্যাক করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খান।
গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জে. কে. মজলিস। সায়েরা ও জে কে’র করা একাধিক গান ইতিপূর্বে শ্রোতা-নন্দিত হয়েছে। অপর আরেকটি সিনেমার গানের সুর ও সঙ্গীত করেছেন ক্লোজআপ ওয়ান তারকা শাহরিয়ার রাফাত। দুটি গানেরই কথা লিখেছেন এস. কে. দ্বীপ।
২০১১ সালে নোমান রবিনের পরিচালনায়,অনুরুপ আইচের কথায় ও আরেফিন রুমির সুর ও সঙ্গীতে “কমন জেন্ডার” মুভির সুপারহিট আইটেম সং “ওরে সোনা”র মাধ্যমে প্লেব্যাকে অভিষেক সায়েরা রেজার। সে ধারাবাহিকতায় অনেক সিনেমাতেই গান করেছেন তিনি। পাইপ লাইনে আছে আরো একাধিক সিনেমা।
টিভি, মঞ্চ ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক ও নাটকের গানেও সমান ব্যস্ত জনপ্রিয় কন্ঠশিল্পী সায়েরা রেজা। সম্প্রতি আভরাল সাহিরের সুর ও সঙ্গীতে এবং এম এ আলম শুভ’র কথায় “ড্যান্সিং কার” নাটকের একটি গান করলেন সায়েরা।
নন্দিত শিল্পী সায়েরা রেজার ব্যাতিক্রমী ভোকাল টোনের কারণেই ফোক ডিভা বলা হয় তাকে। পারিবারিক কারণে সাময়িকভাবে নিউইয়র্কে বসবাস করলেও গানের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তাঁর সরব উপস্থিতি।