English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

মানসিক অবসাদের বিরুদ্ধে ইলিয়ানার লড়াই

- Advertisements -

নিজস্ব ভাবনা আর কাজ দিয়ে ইলিয়ানা প্রমাণ করলেন, তিনি অন্যদের মতো নন। অভিনয় জগৎ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের অনেক তারকা নিজ সন্তানের ছবি জনসম্মুখে তুলে ধরতে চান না। কিছু তারকা ছেলে বা মেয়ের মুখঢাকা ছবি প্রকাশ করেন। আর এই বিষয়টি একদমই সমর্থন করেন না ইলিয়ানা। তাই ছেলে কোয়া ফিনিক্স ডলানের ছবি প্রকাশ করতে বিন্দুমাত্র সংকোচ করেননি এ অভিনেত্রী।

আগেও ছেলেকে খানিক আড়ালে-আবডালে রেখে ছবি শেয়ার করেছেন তিনি। কিন্তু এক রকম চমকেই দিয়েছেন নতুন ছবি প্রকাশের মধ্য দিয়ে; যা থেকে বোঝা গেছে, ইলিয়ানা তাঁর ছেলে কোয়ার সঙ্গে ছুটির উল্লাসে মেতে উঠেছিলেন। কোয়াকে নিয়ে সমুদ্র পারে কাটানো একটি ভিডিও শেয়ার করেছেন এ বলিউড তারকা। সেখানে সাঁতার কাটতে এবং দোলনায় বিশ্রাম নিতে দেখা গেছে তাদের। যা অভিনেত্রীর ভক্তদের মন আনন্দে ভরিয়ে তুলেছে। এক ভক্ত লিখেছেন, ‘ভীষণ সুন্দর ও মন ছুঁয়ে যাওয়া এক শিশু।’

কেউ আবার লিখেছেন, ‘হ্যালো ইলিয়ানা তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তাই তোমার বাচ্চা ছেলেটাও এত কিউট। তোমাকে আমরা খুব ভালোবাসি। ঈশ্বর তোমাদের দু’জনের মঙ্গল করুক।’

একের পর এক এমন অজস্র মন্তব্য জমা পড়ছে ইলিয়ানার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে। তবে কেউ আবার প্রশ্ন করেছেন, ছেলের ছবি প্রকাশে এতটা দেরি করা কেন? এর জবাব সরাসরি না দিলেও অভিনেত্রী তাঁর পেছনের সময়টা স্মরণ করিয়ে দিয়েছেন।

জানিয়েছেন, সন্তান জন্মের পর দীর্ঘদিন কীভাবে মানসিক অবষাদের বিরুদ্ধে লড়াই করেছেন। অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে স্বামী-সন্তান নিয়ে পাড়ি জমিয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে। দুঃসময় পেছন ফেলে আসতে পারায় ছেলেকে নিয়ে এমন আনন্দভ্রমণের মেতে ওঠার সুযোগ পেয়েছেন। তাই জন্মের ১০ মাসের পরে হলেও কোয়ার ছবি সবার সঙ্গে শেয়ার করতে এতটুকু দ্বিধা করেননি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন