English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

মানবিক ঋতুপর্ণা

- Advertisements -

নাসিম রুমি: ছোট্ট শরীরে ক্যান্সারের থাবা বসলে জীবনের পথচলা আর মসৃণ থাকে না। তবুও ঘুরে দাঁড়াতে হয়। ক্যান্সারকে বুড়ো আঙ্গুুল দেখিয়ে এগিয়ে চলেছে অগণিত শিশু। এ রকম শিশুদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে ওপার বাংলার স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাইফ বিয়ন্ড ক্যান্সার’।

গত কয়েক বছর ধরেই তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিভিন্ন সময়ে প্রশংসিত হয়েছে তার এসব মানবিক কাজ। সম্প্রতি এ অভিনেত্রী বলেন, বাচ্চাদের ক্যান্সারের চিকিৎসা ব্যয়সাপেক্ষ। শুরুতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেলেও ধারাবাহিকভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়। সেখানে ওদের পাশে দাঁড়িয়ে আমি কয়েক বছর ধরে আমার মতো করে চেষ্টা করছি।

এই ভাবনা থেকেই প্রতি বছর অনুষ্ঠান করে সংস্থা। সেখান থেকে সংগৃহীত অর্থের সবটাই দান করা হয় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা তহবিলে। অল্প বয়সে শিশুদের এই লড়াই ঋতুপর্ণার মন ভারাক্রান্ত করে। তাই নিজের মতো করেই তাদের লড়াইয়ে শামিল হওয়ার অঙ্গীকার করেছেন অভিনেত্রী।

১৫ই ফেব্রুয়ারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘দ্য লাইভ অ্যাক্ট-সিজন ফাইভ’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অনীক ধর এবং আরমান খান। অভিনেত্রী দেবলীনা দত্ত এবং ঋতুপর্ণা ক্যান্সারজয়ী শিশুদের সঙ্গে বিশেষ নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি অনুষ্ঠানে ক্যান্সারজয়ী শিশুদের সম্মান জানানো হবে।

ঋতুপর্ণা বললেন, পার্থদা (পার্থ সরকার) দীর্ঘদিন ধরে এই সংস্থার অধীনে বাচ্চাদের জন্য ভালো কাজ করছেন। এর আগেও আমাদের অনুষ্ঠানে ঊষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী, সৌরেন্দ্র-সৌম্যজিৎ পারফর্ম করেছেন। সময়ের সঙ্গে বিভিন্ন সরকারি হাসপাতাল এই শিশুদের চিকিৎসার জন্য জায়গা করে দিয়েছে। আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করবো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন