English

26 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

মাদককাণ্ডে একাধিক অভিনেত্রীর নাম, প্রশ্ন তুললেন রাবিনা ট্যান্ডন

- Advertisements -

মাদক মামলায় উঠে আসছে একের পর এক বলিউড অভিনেত্রীর নাম। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠাচ্ছে এনসিবি। তবে মাদক সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনকেই একহাত নিলেন রাবিনা ট্যান্ডন। তার দাবি, স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া মাদক আসতে পারে না।
রাবিনার মতে, মাদক নিয়ে শুধু তারকাদেরই সফট টার্গেট করা হচ্ছে। মাদকবিরোধী যুদ্ধ শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সারা ভারতে হওয়া উচিত।
গত সপ্তাহেই একটি টুইটে রবিনা লিখেছিলেন, সবকিছু পরিষ্কার করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। স্বাগত জানাচ্ছি। এটা আমাদের পরবর্তী প্রজন্মকে সাহায্য করবে। এখান থেকে শুরু হয়েছে, তবে সর্বত্রই এটা হওয়া উচিত। গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। যারা ব্যবহার করছে এবং যারা যোগান দিচ্ছে, উভয়পক্ষেরই শাস্তি হওয়া উচিত। এর পিছনে কোনও বড় ব্যক্তি আছে যারা মানুষকে ধ্বংস করে দিতে চায়।
গত সপ্তাহের এই টুইটের পরিপ্রেক্ষিতে রাবিনা গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লেখেন, এর পিছনে বড় কেউ আছে বলে টুইটে বলেছিলাম। স্থানীয় প্রশাসনের আশীর্বাদ ছাড়া মাদক আসতে পারে না। আর এই বড় মানুষগুলি প্রশ্ন এড়িয়ে সাঁতার কেটে বের হয়ে যাচ্ছে। এই যাত্রা যেন যোগানদারদের পর্যন্ত পৌঁছায়। প্রশাসন কি তাদের খুঁজে বের করতে পারবে? তারকাদের নিশানা করা তো সহজ।”
আরও একটি টুইটে রাবিনা জানান, মাদকের যোগানদাররা কলেজ, স্কুল, রেস্তোরাঁ, পাব, সর্বত্র ড্রাগ সিন্ডিকেট রাখে। ক্ষমতাশালীদের অনুমতি নিয়ে, ঘুষের বদলে এগুলো হয়। তরুণদের জীবন শেষ করে দেওয়া হয়। এটি গোড়া থেকে নির্মূল করা হোক। এখানে থামলে হবে না। গোটা দেশে মাদক বিরোধী অভিযান চালাতে হবে।
প্রসঙ্গত, মাদক মামলায় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুলপ্রীত সিং, শ্রদ্ধা কাপুরদের নাম উঠে এসেছে। গতকাল শুক্রবার রকুলপ্রীতকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এরপর দীপিকা, সারা, শ্রদ্ধা এবং রাকুলপ্রীতকে আরও একবার জিজ্ঞাসাবাদ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন