English

29 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫
- Advertisement -

মাতাল হয়ে ৬ জনকে চাপা, নিহত ১: গ্রেফতার পরিচালক

- Advertisements -

মদ খেয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ওপার বাংলার ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলেও জানা গেছে। রবিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুর বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। বেশকয়েকজন পথচারীকে ধাক্কা দেয় সিদ্ধান্ত দাসের গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পরিচালক সিদ্ধান্ত নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়ির ধাক্কায় ছয় জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে চার জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় পরিচালক সিদ্ধান্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) তাকে আদালতে তোলার কথা রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সকাল ৯টায় ঠাকুরপুকুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে পরিচালকের গাড়ি। সাত-আটজনকে ধাক্কা দিয়ে পালানোর সময় সাধারণ মানুষ গাড়িটি ধরে ফেলে। তখন গাড়ির চালকের আসনে বসা ছিলেন পরিচালক নিজেই।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে শহরের এক অভিজাত পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক সিদ্ধান্ত, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, ইউটিউবার স্যান্ডি সাহা। এরা প্রত্যেকেই নতুন একটি ধারাবাহিক ‘ভিডিও বৌদি’র সঙ্গে যুক্ত। অভিনেত্রী ঋ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন কাজের সেলিব্রেশনে তারা একসঙ্গে পানশালায় গিয়েছিলেন।

রাতভর মদ্যপানের পর সকালে তারা ২টি আলাদা আলাদা গাড়িতে ফিরছিলেন, তারমধ্যে একটি গাড়ি এই দুর্ঘটনা ঘটায়। এদিকে আরিয়ান আগেই জানিয়েছিলেন, সিদ্ধান্তের গাড়িতে তিনি আর স্যান্ডি ছিলেন না। তবে পরিচালকের সঙ্গেই ছিলেন অভিনেত্রী ঋ এবং শ্রিয়া। আরিয়ান দাবি করেছিলেন যে তিনি দুর্ঘটনার খবরও জানেন না। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে যোগ দিয়েছেন স্যান্ডি এবং তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন