মাঝে মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন সহ্যের মাত্রা ছাড়িয়ে যান বলে বিস্ফোরণ দাবি করেছেন শ্বেতা বচ্চন। অমিতাভ কন্যার এমন স্বীকারোক্তি সামনে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।
২০১৯ সালে কফি উইথ করণে হাজির হন অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দা। সেখানে করণের বেশ কয়েকটি প্রশ্নের জবাব শ্বেতা যা বলেন, তাতে অনেকেই অবাক হয়ে যান। ঐশ্বরিয়া এমনভাবে জিনিসপত্র গোছান, তা তার একেবারেই ভালো লাগে না বলে জানান অভিষেক। শুধু তাই নয়, স্ত্রীর ঐশ্বরিয়ার তুলনায় তিনি মা-কে বেশি ভয় পান বলে জানান জুনিয়র বচ্চন। ভাইয়ের উত্তর শুনে হেসে ফেলেন শ্বেতা।
অভিষেককে মাঝ পথে থামিয়ে দিয়ে শ্বেতা দাবি করেন, ভাইয়ের দাবির ঠিক উল্টোটা। তিনি বলেন, অভিষেক মায়ের তুলনায় তার স্ত্রীকেই বেশি ভয় পান। এসেবর পাশাপাশি শ্বেতা আরও জানান, ঐশ্বরিয়া একটি অভ্যাস তার একেবারেই ভালো লাগে না, সেটি হলো- অ্যাশ সময় মতো ফোনের উত্তর দেন না। এমনকী, ঐশ্বরিয়া সময় সম্পর্কে একেবারেই সচেতন নন বলেও অভিযোগ করেন শ্বেতা। ঐশ্বরিয়া এই অভ্যাসের জন্য মাঝে মধ্যেই তিনি বিরক্ত হয়ে যান বলেও জানান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন