English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেটের সন্ধান

- Advertisements -

মাইকেল জ্যাকসনের অনেকগুলো অপ্রকাশিত গানের ক্যাসেট খুঁজে পেয়েছেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত হাইওয়ে পুলিশ কর্মকর্তা গ্রেগ মাসগ্রোভ। যা বিশ্ববাসীর কখনও শোনার সুযোগ নাও হতে পারে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হলিউড রিপোর্টারের উদ্ধৃতি দিয়ে ফরাসি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হলিউড রিপোর্টারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বর্তমানে অবসরে থাকা গ্রেগ মাসগ্রোভ একজন সহকর্মীর ভ্যান নুয়েস শহরে ক্রয় করা একটি স্টোরেজ ইউনিট থেকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত এই ক্যাসেটগুলো সংগ্রহ করেন।

গ্রেগ মাসগ্রোভের তথ্যমতে, এই ইউনিটটি একসময় ব্রায়ান লরেন নামের এক সঙ্গীত প্রযোজক ও গায়কের ছিল, বর্তমানে তার অবস্থান জানা যায়নি।

ক্যাসেটগুলোতে জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গানের টেপ রয়েছে ‘ডেঞ্জারাস’ অ্যালবাম প্রকাশেরও আগে ১৯৯১ সালের মধ্যে মাইকেল জ্যাকসন এগুলো রেকর্ড করিয়েছিলেন। তবে মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য দুঃসংবাদ যে সম্ভবত মাসগ্রোভই একমাত্র ব্যক্তি, যিনি এই গানগুলো শোনার সুযোগ পাবেন।

কারণ মাসগ্রোভের নিয়োগকৃত একজন অ্যাটর্নি এই ক্যাসেটগুলোর সম্পর্কে জানতে জ্যাকসন এস্টেটের কাছে গিয়েছিলেন। জ্যাকসন এস্টেট অ্যাটর্নিকে জানায়, এস্টেট প্রয়াত গায়কের সমস্ত সঙ্গীত রেকর্ডিং এবং রচনাগুলোর কপিরাইটের মালিক, তাই সেগুলো প্রকাশ করা যাবে না।

এস্টেট হলিউড রিপোর্টারকে জানায়, এস্টেট এই ক্যাসেটগুলোর মালিকানা দাবি করবে না। তবে মাসগ্রোভ এবং ভবিষ্যতে যারা এই ক্যাসেটগুলো কিনবেন, তারা রেকর্ডিং বা সঙ্গীতের কপিরাইটের মালিক হবেন না, কপিরাইট এস্টেটেরই থাকবে। অর্থাৎ, এই ক্যাসেটগুলো কখনোই জনসমক্ষে প্রকাশ করা যাবে না।

মাসগ্রোভ বলেন, ‘আমি এই গানগুলো শুনছি। এই গানগুলো পৃথিবীতে আমার আগে কেউ শোনেনি।’

তিনি বলেন, ‘মাইকেল জ্যাকসন সত্যি সত্যি কথা বলছেন এবং অন্যের সঙ্গে মজা করছেন, এগুলো শুনে সত্যিই দারুণ লাগছে।’

অপ্রকাশিত এই গানগুলোর মধ্যে একটি গানের শিরোনাম ‘ডোন্ট বিলিভ ইট’। এই গানে সম্ভবত মিডিয়ায় এই পপ তারকা সম্পর্কে যে গুজব ছড়াতো, তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

মাসগ্রোভ প্রধান নিলাম ঘরগুলোতে ক্যাসেটটি নিলামে তোলার পরিকল্পনা করেছেন এবং এর ক্রেতা পাবেন বলে আশা করা হচ্ছে।

২০১২ সালে লেডি গাগাসহ মাইকেল জ্যাকসনের অনেক ভক্ত জ্যাকসনের ৫৫টি স্মৃতিচিহ্ন নিলামে চড়াদামে কিনেছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন