নাসিম রুমি: ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় যারা কাজ করেন, তাদের অধিকাংশই বলিউডে কাজ করার স্বপ্ন দেখেন। সেই বলিউড নিয়ে একবার কটাক্ষ করেছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা মহেশ বাবু। বলেছেন, বলিউড নাকি তার খরচ বহন করতে পারবে না।
‘সরকারু ভারি পাতা’ ছবির প্রচারণার সময় এক প্রেস কনফারেন্সে একবার বলিউডে অভিষেক প্রসঙ্গে মহেশবাবুর পরিকল্পনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে সবাইকে চমকে দিয়ে মহেশ বাবু বলেছিলেন, ‘আমি হিন্দি ছবির অনেক প্রস্তাব পাই। কিন্তু আমার মনে হয় বলিউড আমার খরচ বহন করতে পারবে না। তাই আমি আমার সময় নষ্ট করতে চাই না। কারণ এখানে কাজ করে যেই সম্মান পাই, তারকাখ্যাতি পাই সেটা অনেক। অন্য ইন্ডাস্ট্রির জন্য আমার ইন্ডাস্ট্রি ছাড়তে চাই না।’
এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন মহেশ বাবু। পরে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অভিনেতার মুখপাত্র জানান, সব ভাষার প্রতিই তার সম্মান আছে এবং তিনি সিনেমা ভালোবাসেন। যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
মহেশ বাবুকে এরপর দেখা যাবে ‘গুন্তুর করম’ ছবিতে। এই ছবিতে আরও আছেন শ্রীলীলা। ২০২৪ সালের ১৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।