English

18 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

মহিলারাও অন্য নারীর শরীর নিয়ে কুমন্তব্য করে: সায়ন্তনী ঘোষ

- Advertisements -

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছেন মুম্বাইয়ের বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। নারীদের ভোগ্যবস্তুর সঙ্গে তুলনা করা, তাদের স্তনের আকার, গঠন নিয়ে অশ্লীল মন্তব্য করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। এর জের ধরেই এবার নারীদেরকে নিয়ে নারীদের করা কুমন্তব্য নিয়ে আওয়াজ তুললেন সায়ন্তনী।

পুরুষদের কুনজর নিয়ে আগেই মুখ খুলেছিলেন সায়ন্তনী। এবার নারীদের বিরুদ্ধেও আওয়াজ তুললেন তিনি। বললেন নিজেরই এক অভিজ্ঞতার কথা। কিছুদিন আগেই মডেলিংয়ের জগতে পা রেখেছেন সায়ন্তনী ঘোষ। কলকাতায় একাধিক ফটোশ্যুটে যাওয়া শুরু করেছেন মাত্র।  মডেল হওয়া সত্ত্বেও বেশ মোটাসোটা সায়ন্তনী। সেই প্রসঙ্গেই কুমন্তব্য শুনতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তনী বলেন, ‘‘মডেলিং শ্যুটে গিয়েছি। এক নারী এগিয়ে এসে আমার স্তনের আকার নিয়ে জঘন্য মন্তব্য করে বেরিয়ে গেলেন।’’

সায়ন্তনী বলেন, নারীদের শরীর নিয়ে খারাপ মন্তব্য করার প্রবণতা যে কেবল পুরুষদের মধ্যেই রয়েছে, তা নয়। নারীরাও অন্যদের শরীর সম্পর্কে কুমন্তব্য করে থাকেন। এর ফলে দেখা যায় যাকে নিয়ে বলা হচ্ছে সে হীনমন্যতায় ভুগতে শুরু করে।

২০০৬ সালে কেরিয়ার শুরু করেন সায়ন্তনী। কুমকুম এক প্যায়ারা সা বন্ধনে সবার নজর কাড়েন তিনি। এরপর নাগিন, বানু ম্যায় তেরি দুলহান, মহাভারত ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন