English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

মহাশূন্যে হাত মেলালেন সোনাক্ষী-জহির, মাঝ আকাশে এ কেমন উদযাপন!

- Advertisements -

হাতে হাত রেখে জীবনের পথে চলার প্রতিশ্রুতি—বাগদানের দু’বছর পূর্তি। কিন্তু সেই উদযাপন পৃথিবীর মাটিতে নয়, একেবারে মহাশূন্যে দিনটি পালন করলেন বলিউডের জনপ্রিয় তারকাদম্পতি সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল।

বলিউডপাড়ায় অন্য সব দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা তারা। চলতি বছর ২৩ জুন বিয়ে সেরেছেন এই দম্পতি। ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। তবু দীর্ঘ দিনের প্রেমিককে নিয়ে দিব্যি রয়েছেন সোনাক্ষী। সুখে সংসার করছেন। অন্তত সমাজিক মাধ্যমে তাদের প্রকাশিত ছবি থেকে সে কথাই স্পষ্ট। দু’জনের সম্পর্কে শুধু ভালোবাসাই নয়, রয়েছে মিষ্টিমধুর খুঁনসুটিও।

এবার দুজনে ঝাঁপিয়ে পড়লেন আকাশ থেকে। মঙ্গলবার দুপুরে ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন তারা।

ওই ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়ছেন জহির। তারপর তিনি ভাসতে শুরু করছেন শূন্যে। খানিক পরে দেখা যায় সোনাক্ষীকে। এক সময় ধরেও ফেলেন তারা পরস্পরের হাত। নিচে তখন দুরন্ত ঘূর্ণির পাক। ঘুরে চলেছে সাদা মেঘের দল, সমুদ্র, সবুজ বন আর মানুষের বসতি— পৃথিবী।

ভিডিওটি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ৩০ ডিসেম্বর ২০২২ সালে আমরা বাগদত্ত হয়েছিলাম। দু’বছর পর আমরা সিদ্ধান্ত নিলাম বিমান থেকে ঝাঁপিয়ে পড়ব! উচ্চতম পর্যায়ে আমাদের সেরা বছর ২০২৪-কে বিদায় জানাব… আমি ভীষণ উদগ্রীব ২০২৫-এর ভাঁড়ারে আমাদের জন্য কী সঞ্চিত রয়েছে তা জানতে! সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা!

সোনাক্ষীর এমন ভিডিও দেখে উত্তেজনা প্রশমন করতে পারেননি অভিনেত্রী মণীষা কৈরালা। মন্তব্য বাক্সে তিনি লিখেছেন, ‘উহহু তোমরা তো আমার স্কাইডাইভিংয়ের স্বপ্ন পূরণ করে ফেললে! দারুন।’

এক অনুরাগী আবার লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে দুঃসাহসী দম্পতি’। কেউ কেউ তাদের বলিউডে সব থেকে সুখী, দম্পতি হিসাবে ব্যাখ্যা করেছেন।

এই মুহূর্তে সোনাক্ষী-জহির বিশ্ব পর্যটনে বেরিয়েছেন। তারা সিঙ্গাপুর থেকে ফিলিপিনস, ইটালি, নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন আর দারুণ সব মহূর্ত ভাগ করে নিয়েছেন সমাজিক মাধ্যমে। এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন