ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। এবার নিজের একটি স্বপ্নের কথা নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
রোববার (৩০ অক্টোবর) সকালে ফেসবুক স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে উদ্ধারকৃত মানুষের জন্য আশ্রয় বানাব।’
আক্ষেপ করে তিনি লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎ পথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’
শ্রীলেখার সেই পোস্টে নেটিজেনরা সাধুবাদ জানাচ্ছেন। কেউ কেউ তাকে ডোনেশনের মাধ্যমে টাকা তোলার পরামর্শ দিয়েছেন। কেউবা আবার শারীরিক পরিশ্রম করার প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রীলেখাও সেসব মন্তব্যের জবাব দিয়ে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করছেন।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। এ উপলক্ষে ২৯ আগস্ট দিবাগত রাতে নিজের বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করেন তিনি। জন্মদিনের ঘরোয়া সেই পার্টিতে মদ্যপ অবস্থায় নেচে আলোচনায় আসেন শ্রীলেখা। এ জন্য বেশ কটাক্ষের মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও ঝেড়েছেন এ অভিনেত্রী।
শ্রীলেখা স্পষ্ট জানান, ‘নিজের বাড়িতে নিজের টাকায় নিজের জন্মদিনে খেয়েছি, বেশ করেছি। কারোর অনুপ্রেরণায় খাই না। আর ঘোমটার নিচে খ্যামটা নাচি না, বুঝলি চোরের দল?’