নাসিম রুমি: গেল ঈদে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের আলোচিত সিনেমা ‘কাজলরেখা’। ইতিহাসনির্ভর গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিতে নিজের অভিনয়গুণে প্রশংসিত হয়েছেন মন্দিরাও। এদিকে সিনেমাটি মুক্তির পর রাজ ও মন্দিরাকে নিয়ে প্রেমের গুঞ্জন চলছে। এ নিয়ে এতোদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।
সম্প্রতি এক গণমাধ্যমে রাজ বলেন, ‘নবাগত নায়িকা হিসেবে সে অসাধারণ। স্মার্ট, গর্জিয়াস, মেধাবী ও গুণী একজন শিল্পী। প্রথম সিনেমাতেই সে সফলতা পেয়েছে। সিনেমার প্রচারণায় আমাদের একসঙ্গে বের হতে হয়, এ জন্য মানুষ প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। আর এটা প্রতিটি সিনেমার সময়ই হয়ে থাকে। সব শিল্পীদের নিয়েই এ ধরনের গুঞ্জনের রীতি রয়েছে।
এর আগে দুজনের প্রেমের গুঞ্জনে সংবাদমাধ্যমে কথা বলেছিলেন মন্দিরা। বলেছিলেন, ‘আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে।’
‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই সিনেমাটি রয়েছে দর্শকদের আলোচনায়।
আগামীতে মুক্তির অপেক্ষায় আছে রাজ অভিনীত ‘কবি’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’। এতে তার সঙ্গে দেখা যাবে স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়কে।