English

31.5 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
- Advertisement -

মন্জুরুল আলম পেলেন ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩

- Advertisements -

আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন তরুন লাইফস্টাইল ও ফ্যাশন ফটোগ্রাফার মন্জুরুল আলম। শোবিজে বিশেষ অবদান রাখায় তাকে বেস্ট ফ্যাশন ফটোগ্রাফার সম্মাননা দেওয়া হয়। প্রতিবছর বর্ণিল আয়োজনে তারকাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি শুক্রবার (২৮ এপ্রিল) কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ বিষয়ে মন্জুরুল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩-এ সম্মাননার জন্য ধন্যবাদ।’

ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৩ উৎসবের উদ্যোক্তা ছিলেন আইএসএফবিএ কমিটির কর্ণধার পিয়াল হোসেন, শর্মিষ্ঠা ঘোষসহ বেশ কিছু সংস্কৃতি প্রেমিক মানুষ। কাশফিয়া জুয়েলারি ডিজাইনার প্রেজেন্টস আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৩, পাওর্য়াড বাই বিটিএলে বাংলাদেশ-কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সঙ্গীত শিল্পীরা ছাড়াও এই উৎসবে দুই বাংলার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মন্জুরুল অালম। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়।
কৃতজ্ঞতা জানাই আয়োজকদের কে, আমাকে যোগ্য মনে করার জন্য। শোবিজ অঙ্গনে এটা আমার তৃতীয় সম্মাননা।
ছবির বিষয় হিসেবে প্রকৃতি ভালো লাগলেও ব্যক্তির ভেতরের সত্তাকে ফ্রেমবন্দী করাতেই ভালোলাগা খুঁজে পাই ! সৌন্দর্য ও ফ্যাশন জগতে ‘অামার ছবি’ হাজার বছর বেঁচে থাকুক এটাই আমাদের কাম্য।’

মন্জুরুল অালম বাংলাদেশের একজন লাইফস্টাইল & কমারর্শিয়াল ফটোগ্রাফার।এর আগে মন্জুরুল ফ্যাশন ক্যাটাগরিতে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন-বিসিআরএ কর্তৃক চলচ্চিত্র, টিভি, সঙ্গীত এবং মঞ্চ তারকাদের নিয়ে সেরার ভিত্তিতে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ এর পুরষ্কার অর্জন করেছেন। উল্লেখ্য, তিনি বিহাইভ স্টুডিওর কর্নধার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন