হালকা ভেজা কেশরাশি যেন হাওয়ার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। সুন্দর শরীর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে কালো মনোকিনি। হাতে জন্মদিনের কেক। জীবনের নতুন বছরের শুরুটা এভাবেই করলেন অভিনেত্রী মনামী ঘোষ। তিনি সব সময়ই সেলিব্রেশন করেন একটু ভিন্নভাবে। এবারো তার ব্যতিক্রম নয়। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেই আবেদনময়ী ছবি। তার এমন কাণ্ড নজর কেড়েছে নেটিজেনদের। বরাবরই বিন্দাস মনামী। কখনো ‘টাপা টিনি’র ছন্দে নেচে মন জয় করে নেন, কখনো আবার মৌ বউদি হয়ে মোহাচ্ছন্ন করে দেন।
সম্প্রতি নিজের জন্মদিনের সেলিব্রেশনের ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে নিজেকে জলের সঙ্গে তুলনা করেছেন। আর নিজের অনুরাগী ও ভালোবাসার মানুষদের মীন রাশির মৌসুমে স্বাগত জানিয়েছেন। গত বাঁধা জীবনের বাইরে গিয়ে এভাবেই নিজের জন্মদিন সেলিব্রেট করেন মনামী। কালো মনোকিনিতে অভিনেত্রীর রূপের ছটা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আগুনের ইমোজি ব্যবহার করে ভালোলাগা ব্যক্ত করেছেন। এই তালিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীমা ভট্টাচার্যের মতো অভিনেত্রীও। অনেকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। গত বছর ‘বেলাশুরু’ সিনেমায় পিউ হয়ে নজর কেড়েছিলেন মনামী। এবার তাকে দেখা যাবে একেবারে ভিন্ন চরিত্রে। সৃজিত মুখার্জি পরিচালিত মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করছেন তিনি। কিংবদন্তি পরিচালকের চরিত্রে রয়েছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী।