সামাজিক যোগাযোগ মাধ্যমে উরফি জাভেদ কখনোই স্পটলাইট নিতে ব্যর্থ হন না। তবে এবার দিল্লিতে গিয়ে বিপদে পড়েছেন উরফি জাভেদ। ভয় পেয়েছেন এই মডেল। বিমানবন্দরে যাওয়ার জন্য একটি উবার বুক করেছিলেন উরফি।
জানা গেছে, রাস্তায় খাবার খেতে থেমেছিলেন তিনি। তখন গাড়ির সব জিনিসপত্র নিয়ে চম্পট দেয় গাড়ির চালক। স্বভাবতই খুব ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
প্রথমবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন উরফি। তাই রীতিমতো ভয় পেয়েছিলেন বলে জানান। পুরো ঘটনায় উবার সংস্থাকে নালিশ করেছেন মডেল। উরফির অভিযোগের পর উবার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, অ্যালকোহল কিংবা কোনো মাদক খেয়ে গাড়ি চালানোকে সমর্থন করেন না তারা। তাঁর টুইটের উত্তরে ওই অ্যাপক্যাব সংস্থা জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেবে।
বারবারই নিজের পোশাকের জন্য শিরোনামে থাকেন উরফি জাভেদ। অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই ট্রোল হন তিনি। এমনকি মৃত্যুর হুমকিও দেওয়া হয় তাঁকে। কিন্তু উচিত কথা বলতেও পিছপা হন না। বর্তমানে অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া।