নাসিম রুমি: সোমবার রাতে সোনু নিগম গান গাইতে গিয়েছিলেন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ডিটিইউ) ‘ইঞ্জিফেস্ট’-এ। সেখানেই গায়কের সঙ্গে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ভিড়ের একাংশ থেকে মঞ্চের দিকে পাথর ও বোতল ছোড়া শুরু হয়। অবশ্য এমন ঘটনায় মেজাজা হারাননি গায়ক, বরং মাথা ঠান্ডা রেখেই অনুরোধ করেন দর্শকদের।
দর্শকদের উদ্দেশে সোনু অনুরোধ করেন, “আমি আপনাদের জন্য এখানে এসেছি, যাতে আমরা সবাই ভাল সময় কাটাতে পারি। আমি আপনাদেরকে বলব, দয়া করে এমন করবেন না।” সোনু বার বার জানাতে থাকেন, এই বিশৃঙ্খলার কারণে তাঁর দলের সদস্যেরা আহত হচ্ছেন। তবু কথা শোনেননি ছাত্রছাত্রীরা। গোটা ঘটনায় কোনও প্রশাসনিক হস্তক্ষেপ ছিল না বলেই জানা গিয়েছে।
পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে খানিক ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় গানের অনুষ্ঠান। একটা মধ্যান্তর নিয়ে ফের মঞ্চে ফেরেন সোনু। তিনি তাঁর পেশাদারিত্ব বজায় রেখেই গোটা অনুষ্ঠান শেষ করেছেন। তবে এই প্রথম নয়, মঞ্চে গাইতে উঠে এর আগেও অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়েছে গায়ককে। একেবারে মুম্বইয়ের এক শহরতলিতে গাইতে গিয়ে হেনস্থার শিকার হন গায়ক। প্রায় চুলের মুঠি ধরে টেনে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামানো হয়। তবে শুধু ভারতীয় শিল্পীরাই নন, বিদেশি শিল্পী কার্ডি বি, সেলেনা গোমেজ়ের মতো অনেককেই এমন নানা হেনস্থার সম্মুখীন হতে হয়েছে। কখনও তাঁরা প্রতিক্রিয়া দেখিয়েছেন, কখনও আবার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন।