নাসিম রুমি: ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার পর এই প্রথম সালমান ও নির্মাতা করণ জোহর একসঙ্গে কাজ করতে চলেছেন।
নতুন সিনেমার প্রস্তুতিতে আছেন বলিউডের ভাইজান সালমান খান। আর সেই প্রস্তুতিপর্বে নিজেকে বদলে ফেলার কাজে নেমেছেন এই নায়ক।
হিন্দুস্তান টাইমস বলছে, সালমানকে এবার দেখা যাবে ‘দ্য বুল’ সিনেমায়। ওই সিনেমার জন্য তার যেমন লুক প্রয়োজন, ঠিক তেমন হওয়ার চেষ্টা করছেন সালমান।
সালমানের নতুন কিছু ছবি এসেছে সোশাল মিডিয়ায়। সেসব ছবিতে সালমানের শারীরিক রূপান্তর বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে।
দেশপ্রেমের প্রেক্ষাপট ‘দ্য বুল’ সিনেমার গল্প। বিষ্ণুবর্ধন পরিচালিত ওই সিনেমায় সালমান ব্রিগেডিয়ার ফারুক বুলসা নামের এক সেনা সদস্যের চরিত্রে অভিনয় করবেন, যিনি ১৯৮৮ সালে মালদ্বীপে ‘অপারেশন ক্যাকটাসের’ নেতৃত্ব দিয়েছিলেন।
‘অপারেশন ক্যাকটাস’ ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ মিশনগুলোর অন্যতম, যে মিশন মালদ্বীপের অস্তিত্ব বাঁচিয়েছিল। সেই গল্পই উঠে আসবে সালমানের সিনেমায়।
‘দ্যা বুল’ প্রযোজনা করবে ধর্ম প্রোডাকশন। এই সিনেমাটি সালমান এবং ধর্ম প্রোডাকশনের কর্ণধার নির্মাতা করণ জোহরের কাছে বিশেষ।
কারণ পরিচালক করণের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার ২৫ বছর পর সালমান এই প্রথম তার কোনো সিনেমায় কাজ করতে চলেছেন।
চলতি মাসেই এই সিনেমার শুটিং শুরু হবে।