হলিউড অভিনেত্রী সালমা হায়েক তাঁর ভারতীয় ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুভেচ্ছা বার্তায় বানান ভুল করে বিভ্রান্তিতে পড়েছেন এই অভিনেত্রী। ভক্তরা অবশ্য সেই ভুল শুধরে দিয়েছেন তাঁর।
সালমা মঙ্গলবার (২৫ অক্টোবর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের একটি ছবি শেয়ার করে দীপাবলির শুভেচ্ছা জানান।
তবে অভিনেত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি ভক্তরা। দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রিয় তারকাকে।
ভারতের প্রতি সালমা হায়েকের ভালোবাসা অনেক আগে থেকেই লক্ষ করা গেছে। এর আগে মা ও মেয়েকে নিয়ে ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সালমা হায়েক। তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, “আমার মনে হয় আমি খুব শীঘ্রই বেড়াতে আসব ভারতে। আমার মা ও মেয়েকে নিয়ে ভারত ভ্রমণে যাওয়ার স্বপ্ন আছে। ’’
সালমা হায়েককে সর্বশেষ গত বছর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ফিল্ম ‘ইটারনালস’-এ দেখা গিয়েছিল। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, জেমা চ্যান, রিচার্ড ম্যাডেন, কুমাইল নানজিয়ানি প্রমুখ। ‘ইটারনালস’ ছাড়াও তাকে ‘ব্লিস’ এবং ‘হিটম্যান ওয়াইফস বডিগার্ড’ চলচ্চিত্রে দেখা গেছে।
তিনি বর্তমানে অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় ‘উইদাউট ব্লাড’ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন।